আজঃ মঙ্গলবার | ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজঃ মঙ্গলবার | ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৩

পুলিশে চাকরির কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন আলম

,

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার আবদুল মোমেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৫০)। তিনি উপজেলার আনারপুরা এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের কাছে অভিযোগ আসে মোহাম্মদ আলম পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কথা বলে পাঁচজনের কাছ থেকে মোট ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে আলমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম চাকরির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আলমের দেওয়া তথ্যমতে তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, আলম নামের ওই ব্যক্তি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতেন। এ ঘটনায় গতকাল বিকেলে মো. সিরাজ নামের এক ব্যক্তি গজারিয়া থানায় প্রতারণার মামলা করেন। পরে এ মামলায় আলমকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রিয় মহাকালীবাসী, আস্সালামুআলাইকুম...আমি ডাঃ নাজমুল ইসলাম (হৃদয়), পিতাঃ রিয়াজুল ইসলাম বিরাজ (বীর মুক্তিযোদ্ধা), চেয়ারম্যান মহাকালী ইউনিয়ন পরিষদ, মাতাঃমেহেরুন্নেসা নাজমা দুইবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ। আমার স্ত্রী ডাঃ ইসরাত জাহান মোগল। আমার বাবা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমিও গত ২বছর যাবৎ স্কয়ার হসপিটালে করোনা ইউনিটের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছি।এখন আমি নিজেকে আপনাদের সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে আগামী ইউপি নির্বাচনে -২০২১ একজন স্বতন্ত্রপ্রার্থী। আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।
ডাঃ নাজমুল ইসলাম
চেয়ারম্যান পদপর্থী