আজঃ মঙ্গলবার | ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজঃ মঙ্গলবার | ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৩

মঠবাড়িয়ায় এসি ল্যান্ডকে ঘুষ দিতে চাওয়ায় ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক,
মঠবাড়িয়াঃ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সাফা বাজারের ব্যবসায়ী জহির জমাদ্দারের নামে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) নেওয়া একটি দোকানঘর আতিকুর রহমান ভাড়া নিয়ে ওষুধ বিক্রি করে আসছেন। সম্প্রতি আতিকুর রহমান ওই দোকানঘরের ডিসিআর নিজের নামে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন।

কাজটি করে দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় আতিকুর উপজেলা ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ডকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাখাওয়াত জামিল ঘুষ নিতে অস্বীকৃতি জানালেও আতিকুর টাকার বিনিময়ে কাজটি করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। একপর্যায়ে আতিকুরকে পুলিশে সোপর্দ করেন এসি ল্যান্ড।

এদিকে ব্যবসায়ী জহির জমাদ্দার বলেন, ‘আমার নামে ডিসিআর নেওয়া দোকানঘরটি আতিকুর দেড় বছর আগে ভাড়া নেয়। কিন্তু কয়েক দিন ধরে আতিকুর ওই দোকানঘরের ডিসিআর নিজের নামে নেওয়ার জন্য পাঁয়তারা করছিল বলে শুনেছি।’

জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, গতকাল রাতে আতিকুরকে গ্রেপ্তার করার পর আজ বুধবার সকালে তাঁকে আদালতে নেওয়া হয়েছে।v

প্রিয় মহাকালীবাসী, আস্সালামুআলাইকুম...আমি ডাঃ নাজমুল ইসলাম (হৃদয়), পিতাঃ রিয়াজুল ইসলাম বিরাজ (বীর মুক্তিযোদ্ধা), চেয়ারম্যান মহাকালী ইউনিয়ন পরিষদ, মাতাঃমেহেরুন্নেসা নাজমা দুইবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ। আমার স্ত্রী ডাঃ ইসরাত জাহান মোগল। আমার বাবা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমিও গত ২বছর যাবৎ স্কয়ার হসপিটালে করোনা ইউনিটের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছি।এখন আমি নিজেকে আপনাদের সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে আগামী ইউপি নির্বাচনে -২০২১ একজন স্বতন্ত্রপ্রার্থী। আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।
ডাঃ নাজমুল ইসলাম
চেয়ারম্যান পদপর্থী