দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
শ্রীনগর সদর ইউনিয়নের আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়াহাটা গাউসুল আজম জিলানী দাখিল মাদ্রাসা, শ্রীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, আমিন উদ্দিন মসজিদসহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।
আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শারমিন আক্তার বলেন, ‘এবারই প্রথম ভোটার হয়েছি। নিজ হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’ আরেক তরুণ ভোটার সোনিয়া আক্তার বলেন, ঠিকমতো ভোট দিতে পারবেন কি না, সেটি নিয়ে সন্দেহ ছিল। তবে ভোটকেন্দ্রের পরিবেশ ভালো। এমন পরিবেশ থাকলে মানুষ ভোট দিতে আগ্রহী হবে বলে মনে করেন তিনি।
নতুন ভোটার আরিফুর রহমান জানান, ভোট দেওয়ার জন্য সকালে এসে তিনি লাইনে দাঁড়িয়েছেন। ভোটার সংখ্যা বেশি থাকায় অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরদিপাড়া দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল হোসেন তালুকদার বলেন, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। তাঁরা লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ প্রথম আলোকে জানান, উপজেলার ১৪টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারের উপস্থিতিও ভালো। মানুষ বেশ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন। বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।